Day: ফেব্রুয়ারি 24, 2016

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

Posted on


Bemor.jpg

অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টাবুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানায় কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর একজনের মৃত্যু হয়। আহত তৃতীয় বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ- ১২১.৭ ওভার- ২০.০ /ভারত-১৬৬- ওভার-২০

Posted on Updated on


বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে ইন্ডিয়া এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে নিলেন।
পরপর আউট হয়ে গেল- মাহমুদুল্লাহ- ৭ মাশরাফি-০
আউট হয়ে গেল সাব্বির- ৪৪
আউট হয়ে গেল সাকিব- ৩
আউট হয়ে গেল সেৌম্য- ১১
আউট হয়ে গেল মিঠুন
বাংলাদেশ- ৯.১ ওভার- ২.২

মাঠে নামল বাংলাদেশ

 

বাংলাদেশের জন্য টার্গেট ১৬৭

ভারত-১৬৬- ওভার-২০

এক ওভারে দুই উইকেট নিল আলআমিন হোসেন- রোহিত শর্মাও পান্ডে

আউট হলো যুবরাজ সিং ক্যাচ হলো সাকিবের বলে ক্যাচ ধরলো সেৌম্য সরকার বলে ৯৭-৪ এভার- ১৫

আউট হলো সুরেশ রায়না বোল্ড হয়ে গেছে মাহমুদুল্লার বলে ৪৩-৩ এভার- ৭.৫

৬ মারলেন রোহিত শর্মা

বলে আসলো সাকিবআল হাসান

হাফ সেঞ্চুরী করলেন রোহিত শর্মা ৫০(৪২)

বাংলাদেশ- ৪৬.২ ওভার- ৮.৪ /ভারত-১৬৬- ওভার-২০

Posted on Updated on


আউট হয়ে গেল সেৌম্য- ১১
আউট হয়ে গেল মিঠুন
বাংলাদেশ- ৯.১ ওভার- ২.২

মাঠে নামল বাংলাদেশ

 

বাংলাদেশের জন্য টার্গেট ১৬৭

ভারত-১৬৬- ওভার-২০

এক ওভারে দুই উইকেট নিল আলআমিন হোসেন- রোহিত শর্মাও পান্ডে

আউট হলো যুবরাজ সিং ক্যাচ হলো সাকিবের বলে ক্যাচ ধরলো সেৌম্য সরকার বলে ৯৭-৪ এভার- ১৫

আউট হলো সুরেশ রায়না বোল্ড হয়ে গেছে মাহমুদুল্লার বলে ৪৩-৩ এভার- ৭.৫

৬ মারলেন রোহিত শর্মা

বলে আসলো সাকিবআল হাসান

হাফ সেঞ্চুরী করলেন রোহিত শর্মা ৫০(৪২)

ইন্ডিয়া স্কোর ৩১-২ ওভার- ৫.৫

Posted on


বেনাপোল বিডি

ধাওয়ান- ২

ভিটার কোহেলি- ৮(১২)

৪ ওভার শেষে ইন্ডিয়ার রান ১৯-১

আউট হলো কোহেলি – ৮রান করে

বল করলেন মাশরাফি ক্যাচট ধরলেন মাহমুদুল্লাহ

রহিদ শর্মার ক্যাচ মিস করলো সাকিব। বল করলো মাশরাফি

View original post

ভারত-১৬৬- ওভার-২০

Posted on Updated on


বাংলাদেশের জন্য টার্গেট ১৬৭

ভারত-১৬৬- ওভার-২০

এক ওভারে দুই উইকেট নিল আলআমিন হোসেন- রোহিত শর্মাও পান্ডে

আউট হলো যুবরাজ সিং ক্যাচ হলো সাকিবের বলে ক্যাচ ধরলো সেৌম্য সরকার বলে ৯৭-৪ এভার- ১৫

আউট হলো সুরেশ রায়না বোল্ড হয়ে গেছে মাহমুদুল্লার বলে ৪৩-৩ এভার- ৭.৫

৬ মারলেন রোহিত শর্মা

বলে আসলো সাকিবআল হাসান

হাফ সেঞ্চুরী করলেন রোহিত শর্মা ৫০(৪২)

ইন্ডিয়া স্কোর ৩৯-২ ওভার- ৭

Posted on Updated on


ধাওয়ান- ২

ভিটার কোহেলি- ৮(১২)

৪ ওভার শেষে ইন্ডিয়ার রান ১৯-১

আউট হলো কোহেলি – ৮রান করে

বল করলেন মাশরাফি ক্যাচট ধরলেন মাহমুদুল্লাহ

রহিদ শর্মার ক্যাচ মিস করলো সাকিব। বল করলো মাশরাফি

ইন্ডিয়া স্কোর ৩১-২ ওভার- ৫.৫

Posted on Updated on


ধাওয়ান- ২

ভিটার কোহেলি- ৮(১২)

৪ ওভার শেষে ইন্ডিয়ার রান ১৯-১

আউট হলো কোহেলি – ৮রান করে

বল করলেন মাশরাফি ক্যাচট ধরলেন মাহমুদুল্লাহ

রহিদ শর্মার ক্যাচ মিস করলো সাকিব। বল করলো মাশরাফি

ইন্ডিয়া- বোল্ড হয়ে গেল ধাওয়ান- রান করে।

Posted on Updated on


খেলা শুরু বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং  করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ

 

মোস্তাফিজুর রহমান বল করতে আসলো

টাইগারদের ফাস্ট বোলিং বনাম ভারতের অভিজ্ঞ ব্যাটিং

Posted on


bangladesh-gettyyyy-750x450.jpg

বুধবার মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথমবারের মত টি২০ ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এশিয়া কাপের। নতুন ফরম্যাটের এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশের চ্যালেঞ্জ সামলাতে হবে প্রতিবেশী পরাশক্তি ভারতকে।

বাংলাদেশ দল ঘরের মাঠে গত বছর জুড়ে ছিল অপ্রতিরোধ্য। বিশেষ করে মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড ছিল চোখে পড়ার মত। ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে ১৪টি ম্যাচেই জয়ের স্বাদ পায় টাইগার বাহিনী। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে পাঁচটি পরাজয়ের মধ্যে তিনটি ক্রিকেটের স্বল্প সংস্করণে।

বাংলাদেশ দলের ওয়ানডে পারফর্মেন্স সন্তোষজনক হলেও টি২০ ক্রিকেটে দুর্বলতা কাটিয়ে উঠতে কয়েকদফা অনুশীলন ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়াও গতবছরের শেষে বিপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ দল এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে কেন্দ্র করেই প্রস্তুতি নিয়েছে।

অপরদিকে একবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল বুধবারেরর ম্যাচের আগে ম্যাচ প্র্যাকটিসের অভাব বোধ করতে পারে। যদিও এমাসের শুরুতে অজিদের তাদের নিজের মাটিতে এবং শ্রীলংকাকে ঘরের মাঠে পরাজিত করে ভারত।

বাস্তবিকভাবে বুধবারেরর ম্যাচকে বাংলাদেশের বোলিং বনাম ভারতের ব্যাটিং বললেও খুব একটা ভুল হবে না। গতবছরের বদলে যাওয়া বাংলাদেশের মূল হাতিয়ার ছিল বাংলাদেশ দলের ফাস্ট বোলিং আক্রমন। অপরদিকে রোহিত, শেখর ও কোহলিদের নিয়ে গড়া ভারতের শক্তিশালী টপ অর্ডার যে কোন দলের চিন্তার কারন হতে পারে।

যদিও ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে ভাবছেন না টাইগার দলপতি মাশরাফি। নিজেদের সেরা খেলাটাই মাঠে প্রদর্শন করতে চায় বাংলাদেশ। অপরদিকে ভারতীয় ক্যাম্পে বাংলাদেশী ফাস্ট বোলারদের নিয়ে যথেষ্ট প্রশংসা শোনা যায়। বিশেষ করে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের যথেষ্ট প্রশংসা করেন ভারতের প্রাইম ব্যাটসম্যান ভিরাট কোহলি।

ভারতের বিপক্ষে বাংলাদেশ দল সবচেয়ে বেশি মিস করবে তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রহকারী তামিম ব্যক্তিগত কারনে এবারের এশিয়া কাপে খেলছেন না। অপরদিকে ২০১৫ বিশ্বকাপের পর থেকে ইনজুরির সাথে লড়ে যাচ্ছে ভারতীয় বোলিং আক্রমণের মূল ভরসা মোহাম্মদ সামি। এবারের এশিয়া কাপেও ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়েন সামি। সামি বিহীন ভারতয়ের বোলিং আক্রমণ সাকিব-মুশফিক-রিয়াদের কীভাবে সামলায় সেটাই দেখার অপেক্ষা।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলে চোখ থাকবে বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের উপর। টপ অর্ডারে ইমফর্ম ইমরুল কায়েসের সাথে দলকে ঝড়ো সূচনা এনে দেয়ার জন্য সৌম্যর ব্যাটে চেয়ে থাকবে বাংলাদেশ। অপরদিকে ভারতের দলে ফিরেছে টি২০ রকস্টার যুবরাজ সিং। ঘরের মাঠে বিশ্বকাপের আগে যুবরাজের ব্যাটে রান দেখতে চাইবে ভারতীয় সমর্থকরা।

 

অভিজ্ঞতা ও পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ দল থেকে এগিয়ে থাকবে ভারত। তবুও টি২০ ক্রিকেটে যেকোন কিছুই ঘটতে পারে। বাংলাদেশের সমর্থকরা চাইবে ঘরের মাঠের এশিয়া কাপে আরেকটি ভারত বধের কাব্য রচিত হোক।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম(উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসাইন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা(অধি), আল আমীন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শেখর ধাওয়ান, ভিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, এমএস ধোনী(অধি/উইকেটকিপার)/পার্থিব প্যাটেল, হারধিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, আর আশ্বিন, জাস্প্রিত ভূমরা, আশিস নেহরা।

 

মাঠে পৌঁছে গেছেন মাশরাফিরা

Posted on


Match_start_bg_652723436.jpg

ঢাকার আবহাওয়া নিয়ে অনেক সংশয় থাকলেও আজ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ । ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছে টাইগার বাহিনী। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি আজ সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে এমনটাই নিশ্চিত করেন বিসিবি ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া।

ইতিমধ্যে বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশ করেছে মাশরাফি বাহিনী।

মাঠে প্রবেশ করেই উইকেটের চরিত্র পরীক্ষা করেন ফিল্ডিং কোচ রির্চাড হ্যালসল।

তার আগেই মিরপুরের সেন্ট্রাল উইকেট উন্মুক্ত করে মাঠ-কর্মীরা। ইনডোরে নিজেদেরকে ঝালিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানরা।