জনতা ব্যাংকের দুই কোটির বেশি টাকা লোপাট

Posted on


Janata Bank money hijack

জনতা ব্যাংকের দিলকুশা শাখার এক কর্মকর্তা গ্রাহকের জমানো এফডিআরের দুই কোটির বেশি টাকা তুলে নিয়েছেন।

জানা গেছে, জনতা ব্যাংকের লোকাল অফিসের সিনিয়র অফিসার রাজিব হাসান অনেক দিন ধরে গ্রাহকের জমানো এফডিআরের টাকা আত্নসাত করতে থাকেন। রোববার ব্যাংক কর্তৃপক্ষ ভাউচারে গরমিল দেখতে পান।

ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষ এফডিআরের নামে ভাউচার দিয়ে বিপুল পরিমাণ টাকা তুলে নেয়ার প্রমাণ পায়। এরপর গতকাল রাজিব হাসানের ধানমন্ডির বাসায় গিয়ে ৭৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

ওই কর্মকর্তার ডেস্ক থেকে আরো ১৫ লাখ টাকা পাওয়া যায়। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে এক কোটি ১৪ লাখ টাকা।

 

এখানে আপনার মন্তব্য রেখে যান